

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪; আশঙ্কাজনক অবস্থায় ২ জন ঢাকায় রেফার
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর | ৯ জানুয়ারি, ২০২৬
মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সপ্তম চীন মৈত্রী সেতু সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পখিরা এলাকার চীন মৈত্রী সেতু সংলগ্ন সড়কে দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং চার আরোহীই সড়কের ওপর ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
আহতদের পরিচয়
দুর্ঘটনায় আহতরা হলেন: ১. রাজু (১৮): সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মো. নয়নের ছেলে। ২. রিয়াদ (২১): শহরের পুরানবাজার এলাকার মো. সোহেল এর ছেলে। ৩. সিয়াম (১৭): পিতা অজ্ঞাত। ৪. পাভেল (১৭): পিতা অজ্ঞাত, ঠিকানা- হরিকুমারিয়া।
বর্তমান অবস্থা ও উন্নত চিকিৎসা
মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিয়াম ও পাভেলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন।
বর্তমানে অন্য দুই আহত যুবক (রাজু ও রিয়াদ) মাদারীপুর জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Reporter Name 
