

জনতা ব্যাংকের সামনে গ্রাহকের লাখ টাকা চুরির চেষ্টা: ৩ নারী চোর আটক
মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় জনতা ব্যাংকের সামনে এক গ্রাহকের উত্তোলন করা ১ লাখ টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্য। রবিবার সকালে জনবহুল এই এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এক গ্রাহক চরমুগরিয়ার জনতা ব্যাংক শাখা থেকে নগদ ১ লাখ টাকা উত্তোলন করেন। টাকা ব্যাগে ভরে তিনি ব্যাংক থেকে বের হওয়ার পরপরই পূর্ব থেকেই ওত পেতে থাকা এক সংঘবদ্ধ নারী চোরচক্র তার পিছু নেয়। সুযোগ বুঝে চক্রের সদস্যরা কৌশলে গ্রাহকের ব্যাগ কেটে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
তবে চুরির বিষয়টি দ্রুতই গ্রাহক এবং ব্যাংকের নিরাপত্তা কর্মীরা টের পান। উপস্থিত জনগণ ও ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় তাৎক্ষণিকভাবে ওই তিন নারী চোরকে আটক করা হয়। চুরির এই চেষ্টা ব্যর্থ হওয়ায় গ্রাহকের টাকা অক্ষত থাকে।
পুলিশের কাছে হস্তান্তর: আটক করার পর জনতা ব্যাংকের কর্তৃপক্ষ এবং স্থানীয়রা মিলে ওই তিন নারীকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, আটককৃত নারীরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন ব্যাংকের সামনে ঘুরে সুযোগ বুঝে গ্রাহকদের টাকা চুরি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ব্যাংক এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Reporter Name 