
মাদারীপুরে চেতনানাশক প্রয়োগ করে ডাকাতি: গণপিটুনির শিকার দুই শ্রমিক
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে চেতনানাশক খাইয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন দুই ব্যক্তি। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অসুস্থ গৃহকর্তা ও তাঁর স্ত্রীকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটে রোববার ভোররাতে।
ডাকাতির কৌশল ও লুটের ঘটনা
পশ্চিম রঘুরামপুর গ্রামের মৃত মমেন উদ্দিন ফকিরের ছেলে গোলাম রহমান ফকিরের বাড়িতে সপ্তাহখানেক আগে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক।
- চেতনানাশক প্রয়োগ: শনিবার সন্ধ্যায় ইফতারের খাবারের সঙ্গে শ্রমিকেরা বাড়ির সদস্যদের অজান্তে চেতনানাশক মিশিয়ে দেয়।
- লুট: খাবার খেয়ে গৃহকর্তা ও তাঁর স্ত্রী-সহ বাড়ির লোকজন অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। রোববার ভোররাতে এই সুযোগে শ্রমিকেরা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের তৎপরতা ও গণপিটুনি
সেহরি শেষে নামাজ পড়তে বেরিয়ে পাড়াপ্রতিবেশীরা গোলাম রহমান ফকিরের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হওয়ায় ভেতরে ঢুকে গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় রাজমিস্ত্রিদের অনুপস্থিতি দেখে সন্দেহ দৃঢ় হয় এবং এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে।
এলাকাবাসী মোটরসাইকেল নিয়ে তল্লাশি শুরু করলে পাশের হাজমকান্দি এলাকায় ইজিবাইকে থাকা অবস্থায় ছদ্মবেশী রাজমিস্ত্রিদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়।
আটককৃতরা হলেন:
- খুলনার ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের আমিন খাঁ (২৫)
- দিঘলিয়া এলাকার রুবেল মিয়া (৩৫)
পুলিশ আটককৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করেছে।
পুলিশ ও হাসপাতালে ভর্তি
গণপিটুনির শিকার দুই আহত ব্যক্তি এবং গৃহকর্তা-গৃহকর্ত্রী—মোট চারজনকে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- ডা. রিয়াদ মাহমুদ, মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক, নিশ্চিত করেন যে আহত দুই ব্যক্তি এবং অসুস্থ গৃহকর্তা-গৃহকর্ত্রীসহ চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
- ভুক্তভোগী গোলাম রহমান ফকিরের মেয়ে তানিয়া আফরোজ এ ধরনের মুখোশধারী ডাকাতদের কঠিন বিচার দাবি করেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, লুট হওয়া সামগ্রী পুলিশের হেফাজতে রয়েছে। আটক দুই ব্যক্তি পুলিশী পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ইরান নামে আরও একজন পালিয়ে গেছে।

Reporter Name 

